আমার এই রকমই white discharge হচ্ছিলো। দীর্ঘদিন ধরে এরকম চলছিলো। আমি একজন গাইনোকোলজিস্ট দেখালাম। আমাকে Flucanazole -150 ট্যাবলেট প্রতি সপ্তাহে একটি করে এক মাস খেতে বললো। মাসিকের সময় সহবাস করতে মানা করেছে। Vagina dry থাকলে থুতু বা তেল লাগাতে মানা করেছে। এইজন্য K-Y Jelly কিনে নিতে বলেছে। রাত্রি প্যান্টি পরে ঘুমোতে মানা করেছে। মাসে একবার সেভ করে নিতে বলেছে। ভ্যাজাইনাতে মুখ লাগাতে মানা করেছে। এগুলো না করলে ভবিষ্যতে বড়ো রোগ হওয়ার সম্ভাবনা আছে। প্যাপ স্মীয়ার টেস্ট করে একমাস পরে দেখাতে বলেছে। ইন্টারকোর্স করার আগে পেনিসটা সাবান দিয়ে ভালো করে অবশ্যই ধুয়ে নিয়ে তারপর কনডম পরেই করতে বলেছে।